শুক্রবার, ২ জুন, ২০২৩

বন্যা ব্যানার্জী-র কবিতা

নিরুপায়

এই সমস্ত আলো আঁধারির রূপকথা,অভিনব মঞ্চ, কবিতা পাঠ, লাইক কম্যান্টসের আত্মভিলাষ ছেড়ে বেরিয়ে পড়বো নিরুদ্দেশে।
ক্ষমতার দম্ভ ভেঙে তুমি দাঁড়িয়ে থেকো তীব্র হ্যলোজিনের নীচে। প্রতিটা দীর্ঘশ্বাসের হাত রেখে ম্যাজিক হয়ে উঠবে জোনাকির স্নান। আশ্চর্য গানে ভরে দেব বন্ধ্যা সকাল। বদলে যাওয়া সম্পর্কগুলোর আরশিনগরে ক্ষমা বেড়ে উঠুক।
শুধু আমার একটা শাণিত অস্ত্র চাই। একটা বিপ্লব লিখতে যতটুকু দরকার।জমে ওঠা শ্যাওলা সরাতে গভীর এক ক্ষার স্নান।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন