শুক্রবার, ২ জুন, ২০২৩

রবীন বসু-র কবিতা

পৃথিবীর দুঃখ

পথ হেঁটেছে পথের দিকে সামনে মরা মাঠ 

অথৈ নদী খলবলিয়ে এখন শুকনা কাঠ।

কাঠ বেচেছে মানুষগুলো চোরাগোপ্তা টান

অরণ্য আজ মুড়ো হল ফাঁকা ও শুনশান।

বৃষ্টি তুমি কোথায় গেলে গ্রীষ্ম দুপুর খাঁ

উষ্ণায়নে বরফ গলে সবুজ যে ভোঁ-ভাঁ।

মানুষ তুমি ভেবে দেখো দিচ্ছো ফাঁকি কার

নিজের বিপদ নিজে ডেকে করছো যে ছারখার।

পথ চলেছে পথের মতো মনটা খারাপ তার

সবুজ গেল, বৃক্ষ গেল বৃষ্টি গেল কার?

এই পৃথিবী আপনভোলা নিঃস্ব হচ্ছে খুব

দিনে দিনে দূষণক্রিয়া বাড়ায় দেখি দুখ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন