গুরুদেব , আমি এখন তোমার
অমলের মত জানালায় বসে থাকি।
যদি তোমার সেই দইওয়ালার মত
কাউকে পাই, তবে তার সাথে গল্প করি।
সকলেরই ভীষণ তাড়া। কেউ ই পাঁচমুড়ো
পাহাড়ের নীচে সেই গাঁয়ের গল্প জানে না।
কেউ কেউ রেগে গিয়ে বলে- যত সব পাগল
ছাগল ।মাঝে মাঝে টিনভাঙা লোহাভাঙা কেনার জন্য
একটা লোক আসতো, হঠাৎ সেদিন শুনলাম,
সেও নাকি আর আসবে না।
অতিমারি তাকে নিয়ে গেছে কোন খানে
কেউ বলতে পারছেনা।এখন আমি তোমার
রেখে যাওয়া ফুলের সুবাস নিচ্ছি।
তোমার অজস্র গানের থেকে প্রাণবায়ু সঞ্চয় করছি।
আজ তো পঁচিশে বৈশাখ ,তোমার জন্মদিন।।
সকালে তোমার ছবিতে মালা দিলাম,
তোমার কবিতা পাঠ করলাম।
এখন তোমার সেই কবিতা টা শুনছি,
"ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন