মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বন্যা ব্যানার্জী-র কবিতা

ক্যাপশন

খুঁজে চলেছি।একটা ভালো কবিতার জন্য। 
একটা ভালো কবিতা অনেকদিন পড়া হয়নি। কত কবি চলে গেলেন,
হারিয়ে গেলেন ও অজস্র কবি।তাদের নিয়ে কিছু লেখা হচ্ছেনা।
ক্যাপশন পাচ্ছিনা।
রোজ সকালে যে বৈষ্ণবী গান শুনিয়ে যেত বাপের বাড়ির উঠোন ঘেঁসে 
তার কথা মনে পড়ে।তেমন গান আর শুনিনা কখনো।
তাকে নিয়ে কিছু লিখতে চাই।ক্যাপশন খুঁজি।
বিক্রি হয়ে যাচ্ছে ভালো লেখা মাথা নত করে হাতজোড় করে নুইয়ে পড়ছে 
তার সমস্ত অনুভব। ভাইবোনে কথা বন্ধ অনেকদিন। 
ধান খেত পেরিয়ে রেলের রাস্তা দেখার কথা মনে নেই কারো! 
হাঁড়িতে করে দই ফিরি করেনা কেউ, মালিনীর মেয়ে শহরে ফুলের দোকান দিয়েছে।
পসরা সাজিয়ে বসেছে তার যৌবন।
অমলকান্তি কবিতা হয়ে  সেই কবে ছাপার অক্ষরে বন্দী হয়ে আছে। 
তার গায়ে উজ্জ্বল রোদ্দুর।
এদের সবার জন্য একটি ভালো কবিতা লিখতে আমি হন্যে হয়ে 
খুঁজে চলেছি একটা ক্যাপশন।গোলাম হয়ে অপেক্ষায় রয়েছি

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন