মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সুবীর ঘোষ-এর কবিতা

আমার রবীন্দ্রনাথ

তিনি জিগ্যেস করলেন ---রবীন্দ্রনাথের কবিতা পড়?

বাক্যে উক্ত কালনির্ণয়কে একটু ঘুলিয়ে দিতে চেয়ে বললাম--- পড়েছি তোস্কুলের বইয়ে ছিল

দুই বিঘা জমিপুরাতন ভৃত্য

---বড় হয়ে পড়নি?

---পড়েছিশেষের কবিতা

---সে তো উপন্যাস

--- না মানে  শেষের কবিতাগুলো থেকেই তো বান্ধবীকে চিঠি লিখবার সময় লাইন টুকে দিতাম

---আর কোনো উপন্যাস?

---সিনেমায় দেখেছি -- চোখের বালিনৌকোডুবি

---গল্প?

---সে- সিনেমায় দেখেছি -- কাবুলিওয়ালাক্ষুধিত পাষাণনষ্টনীড়

---প্রবন্ধ কিছু পড়া আছে না কী?

---না স্যর দিকে দাঁত ফোটাতে পারিনি

---নাটক ব্যাপারে কিছু?

---ছোটোবেলায় পাড়ায় দেখেছি -- বিসর্জনরথের রশি

---রবীন্দ্রনাথের গান পড়েছ না কি?

---গান পড়াগান শুনেছি তোমারি গেহে পালিছ স্নেহে থেকে খোল দ্বার খোল… সে অনেক গান

---এবার থেকে গান পড়ে দেখো

--- দেখব স্যরআপনি বলছেন যখন ছোট ছোট গান তো একদিনেই অনেকগুলো পড়া হয়ে যাবে 

1 টি মন্তব্য: