আত্মরঞ্জন
ভালো আছো তুমি! হ্যাঁ তুমি তোমাকেই বলছি।
বড় ভয় তোমার সব কিছুতেই।দরজায় টোকা পড়লেই তোমার ভয় হয়। এই বুঝি চুরি হয়ে গেলে!
চুরি হয়ে গেল সব মায়া। ওই ট্রাঙ্কে রাখা মায়ের বোনা সোয়েটার।
চুরি হয়ে গেলে তুমি! তোমার সব আলো।
একবার আঁধার থেকে বেরোও।
একবার খুলে দাও দরজা।দেখো কোথাও কোনো বিশ্বাসের আঘাত নেই। ভয়ের দেউড়ি পেরিয়ে তুমি আত্মরঞ্জনে এগিয়ে চলেছ ওই জ্বলন্ত রাস্তায়। ঘুরে দাঁড়িয়েছ সমস্ত অরাজকতা ভেঙে।অরাজনৈতিক এক প্রতিবাদে।
ভালো।
উত্তরমুছুন