জীবনের ওঠাপড়া
এক শহরেই বাস করি ....
অথচ দেখা হয় না
পথে ঘাটে ভীড় ঠেলে চলি
কখনো চোখে পড়ে না .....
আজব পৃথিবী
কখনো দেখা হয় না ........
জানলার দিকে তাকিয়ে থাকি
আকাশ বাতাস ভীষণ ভারী
বৃষ্টি হবে, বলে গেল কেউ
ভিজব ভাবি কিন্তু পারি না...
কতোকিছু লিখে রাখব
ভাবি এসব বৃথাই
এতো সুখ দুঃখের গল্প লিখব কোথায়
কোনোকিছু খুঁজে পাই না....
জীবনের পথ ছোটো হয়ে আসছে
তড়িঘড়ি সব করতে যাই
এতোটা সহজ মনে হলেও
করতে গিয়ে থমকে যাই ....
বৃষ্টির ঝমঝম সুর কানে শুনি
মেঘমল্লার না মালকোশ!
চোখ বুজে ভাবি আবোলতাবোল
লিখি আর মুছে ফেলি ইচ্ছেমতোন ...
কতো আলো, কতো রঙ
এ শহর জুড়ে
তবু দেখা হয় না
অথচ এই শহরেই তো আছি ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন