শব্দ
এভাবেই চলে যাবে দিন,মাস,বছর।
আমাদের বয়ে চলা বিশ্বাস আর ছাপোষা আবেগ ধূয়ে
স্নান সেরে নেবে নতুন শতাব্দী।
পুরনো উনুন বাতিল হলে মায়ের চোখে জল গড়াবে না।
শাড়িতেও আর ধোঁয়ার গন্ধ ভাসবে না!
নতুন আগুনে সেঁকে উঠবে ক্ষিদের জৌলুস।
বহুদিন উঠোন জুড়ে বৃষ্টি নামেনি।
তুমিও আসোনি যেন অনন্ত কাল।
নাহ্।অভিযোগ নেই। মান অভিমান,ঝগড়া ঝাঁটি
সোনাঝুরির গোধূলিতে প্রদীপ হয়ে জ্বলে গেছে
সেই কবে!
আঁকড়ে আছি পুরনো গীটার। ববডিলান!
ভাঙা পথে শুধুই রাতের স্তব্ধতা। স্তব্ধতা
চিড়ে বিপ্লবের নকশী কথা।মনে মনে।
নিবে যাওয়ার আগে দু চারখানা সুর শোনাতে চাই!
কাল সময় হবে!দেরী করো না।
আজকাল বড় ঘুম পায়।
ঘুমের মধ্যে মিছিলের শব্দ। কেবলই এগিয়ে আসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন