মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : শিল্পী অধিকারী

মোহমুক্তি       

ইচ্ছেরা রঙিন প্রজাপতি হয়ে
                       ডানা মেলে মনের কোণে,
আবেগ ভাসায়-- ছোট্ট ডিঙি
                       যেমন ভাসে জোয়ারে; সঙ্গোপনে।
এ মন দরিয়ায় জোয়ার ভাটা--
                         হরষ-বিষাদ মিশে একাকার,
কূল নাই; অকূল পাথার
                          মহাবিশ্ব মাঝে কে যে কার।
জীবন পথের উজান ঠেলে
                            নাও যে চলে পাল তুলে,
মাঝ দরিয়ায় প্রবল তুফান
                             মাঝি হারা নাও টলমলে।
ঝাপটা হাওয়ায় দীপ নিভু নিভু
                               ভাঙন ধরে নদীর পাড়ে,
আকাশ ভেঙে ওই বৃষ্টি এল
                                নাও ডুবে গেল জলের তোড়ে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন