মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

অসম্পৃক্ত  

নিয়মের গল্প ভুলে সূর্য এক রাগি যুবক,
কর্তব্যে অটল ওঠা-ডোবা দাহন ত্রাস
নির্জলা মেঘের পাখি উড়ে যায় চোখের আড়ালে 
দু-একটি ঝরাপাতা,ফুল শুকোনো জীর্ণ আষাঢ়
জলের রূপকথাগুলি চা-পাতার দীর্ঘশ্বাস
হাওয়ার আগুনে পুড়ে কখন জ্যৈষ্ঠ ফিরেছিল
সে এক মরু-দুর্যোগ কাশেরা অসহায় ঝোড়ো বক
খরার মস্তানি ছলনার সুর সেধে পার হয় কত যে প্রহর
গাণিতিক বোধে হঠাৎ নিম্নচাপ ঝড়ে
আমাদের মালভূমি ম্যানগ্রোভ দ্বীপ হয়ে যায়
ইস্পাত-রং মেঘে কে লিখেছে কালিদাস লিপি?
বিরহী যক্ষ আর গবাক্ষে কালো দুটি প্রিয়াচোখ
দুলে ওঠা কাশবনে হিলহিল হাওয়ার মসলিন

শিউলি শালুকের কানাকানি ঠেলে
আগমনি গান বাজে উৎসব ঋতু
মেঘ আর বৃষ্টির অনবদ্য ধ্রুপদ বন্দিশ মেখে
মায়াদিন ছায়ারাত মাত
ঘরোয়া মেঘেরা ওই ফলভারে নীচু,চাঁদ ওঠে
শিশিরের ঘাম জমে শরতের মাঠে......


 

২টি মন্তব্য: