খোঁজ
আত্মসন্ধানের পর খুলে গেল
অতীত দরোজা।
আমি বেরিয়ে এলাম
সমসাময়িকতার পথে।
প্রশ্নেরা,
যাপন কখনো হতে পারে বিপথগামী?
আমি ক্রমাগত
বদল করছি চরিত্র –––
আমি ভন্ড?
আজ অন্তিম অবগাহন
তোমার রহস্য কেন্দ্রে ।
তুমি কে জানি না।
আরও মাটি
আর জলে
নামছে
তোমার শিকড়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন