মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : সাম্য ভট্টাচার্য

 

খোঁজ

                         

 আত্মসন্ধানের পর খুলে গেল

              ​ ​অতীত দরোজা

 আমি বেরিয়ে এলাম

          ​ ​সমসাময়িকতার পথে

 প্রশ্নেরা,

 যাপন কখনো হতে পারে বিপথগামী?

 আমি ক্রমাগত

       ​ ​বদল করছি চরিত্র​ ​–––

 আমি ভন্ড?

 

 আজ অন্তিম অবগাহন

            তোমার রহস্য কেন্দ্রে

 তুমি কে জানি না।

 আরও মাটি

 আর জলে

 নামছে

 তোমার শিকড়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন