মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বন্যা ব্যানার্জী-র কবিতা

নির্বাণ

সেই কবে যেন জন্মদিন এসেছিল
তুমি এতটা পথ!  মায়াকানন হাতে।
আমার দরজায় আল্পনা
দখিনের বাতাস ধুয়ে ছিল সব দাগ।
পুরনো আলসে! অশথের ঝুরি ধাপে ধাপে, পায়ে পায়ে।আর
আমার স্বপ্নে আজও বাটি ভরা পায়েস।
ঘুম ভাঙার নাম সকাল নাও হতে পারে।
তার‌ও নাম সুজাতা রাখেনি কেউ।

 

1 টি মন্তব্য: