মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জয়ন্ত চট্টোপাধ্যায়-এর কবিতা

তারাশঙ্কর

তোমার চরিত্রগুলো জীবন থেকে উঠে আসে
তোমার নিতাইচরণ পঙ্খী করালী বা বনওয়ারী
ঠাকুরঝি বসন পাখি সুচাঁদ সুবাসী নসুবালা 
সব চেনা মানুষ।কথাশিল্পে সঠিক অনুপাতে তুমি
যা মিশিয়েছো তা কাব্যকথা ছাড়া আর কী ?
লালমাটির রুক্ষ বুকে কত রস মেখেছে তোমার কলম
জলসাঘরে জমে আছে সাবেক সংস্কার, হাঁসুলী বাঁকে
খেলে কাস্তের দিনলিপি, গণদেবতার ভাষা,
অগ্রদানীর অসহায় পিতৃত্ব,বেদেনির কথাচিত্র,
ঝুমুরবালাদের অনিবার্য যন্ত্রণা মুগ্ধবিস্ময়ে
থম করে রাখে।বড়ো চেনা রাইকমল, আরোগ্য নিকেতন,
মঞ্জরী অপেরা বা নিশিপদ্ম...
বিপুল সৃষ্টির কাছে আনত হই।
তুমি এনেছো মহত্ব, পরম্পরা, অসহায় প্রেম ও পরিবর্তন 
তোমার নিতাই কবিয়াল জন্মায় ডাকাতের ঘরে।
চমৎকার গান বাঁধে, গায়।মাটির মানুষেরা
ঠাকুরঝি
রাজা বসন যাবতীয় প্রেম ও বঞ্চনা নিয়ে হারিয়ে যায়।
ধরতে ধরতেও তাদের ধরা যায় কই!
ঝরাপাতার মতো প্রেম ছেড়ে উড়ে যায় রঙ্গিলা ঝুমুরে
বসনের কাছে রাখে মননের খেদ
চটুল আখ্যানে বাঁচে রাতের প্রহর, প্রথম রিপু ঠেলে
কখনো গেয়ে ওঠে, 'কালো যদি মন্দ তবে কেশ পাকিলে
কান্দ কেনে ? ' অথবা জীবন এত ছোটো কেনে? 
সব হারানো মন কেঁদে ওঠে তোমার কলমে
ওগো শিল্পী তোমার নিপুণ তুলিতে আঁকা ছবি
অনন্যসুন্দর কালোত্তীর্ণ অমর। অমর তোমারই মতো
প্রণম্য কথাশিল্পী তারাশঙ্কর।

 

1 টি মন্তব্য: