মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তৈমুর খান-এর কবিতা

একটি জীবন, বহুরাস্তা

রাস্তা ঘুরে ঘুরে গেছে

অবসাদ ঢেকে দিচ্ছে বনজ্যোৎস্নায়

আমরা তবুও ক্লান্ত পরামর্শহীন

কোথায় চলেছি?


ঐতিহ্যের বহু দোকানে এখনও জ্বলছে আলো

বিজ্ঞাপন নেই

ভেতরে ভেতরে মানবিক স্বর, হয়তো কাঁপুনি

পুরোনো রীতিনীতি ডাকছে আমাদের


শীতের কাঁথা সেলাই করছে কেউ

কেউ যাচ্ছে জলের কাছে

কারও বুকে শুকনো নদী, শুয়ে আছে ঢেউ


পাশ ফিরছি

রাস্তা কত দূর?


একটি জীবন, বহু রাস্তা, অভিমান তবুও চুপচাপ

রাত কাটছে প্রহর গুনে, কমলালেবুর বন পেরিয়ে

যুবতী ঝরনার পাশে যদিও সকাল

আর সকালের আপেল বাগান


দ্বন্দ্বপীড়িত সবাই, কিছুটা দাম্ভিকও

নিরুচ্চারে সবাই গেয়ে চলেছি নিষিদ্ধ গান



সত্য

সত্য কিছুই নয়

দেখাও, না-দেখাও

বলাও, না-বলাও


মেঘ করে আছে, বৃষ্টি নামছে

মাঠে মাঠে উল্লাস চরছে


কে উল্লাস?


উল্লাস কেউ নয়

শুধু একটা মরমি পাখি বসেছে তার পিঠে

দোল খাচ্ছে


সত্য আসলে সত্যই

কিছুটা না-দেখা, কিছুটা ধারণা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন