রবিবার, ১ আগস্ট, ২০২১

ইউসুফ মোল্লা-র কবিতা


আত্মা

আমার গরম শরীরটা কেমন ঠান্ডা মনে হচ্ছে

কেউ একটু আগুন জ্বালিয়ে দাও

মাথার কাছে নয়; পায়ের দিকে দাও

আজও কেউ আমার কথা শুনলো না

তাই, নিজেকে পুড়িয়েও অর্ধেক দুনিয়া আলো হলো। 

 

আমি বিয়ের দিন ওই একবার চন্দন মেখেছিলাম

আজও সমস্ত শরীর জুড়ে চন্দনের খেলা

আমি বিয়ের প্রথম রাতে যে সুবাস পেয়েছিলাম

আজও সমস্ত দালান ভরেছে সেই ধূপের গন্ধ

শুধু বাজনাটা একটু অন্য সুরে বাজছে। 

 

প্রতিটি স্বপ্ন এভাবেই এক এক করে ঝরতে থাকে

যেভাবে প্রতিটি প্রাণ হারায় তার আত্মার কাছে।

  

৮টি মন্তব্য:

  1. দারুন লিখেছো ইউসুফ, চমৎকার অনুভূতি সম্পন্ন। --- সৌম্য ঘোষ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্যার, গঠনমূলক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম❤
      খুব ভালো থাকবেন❤

      মুছুন
  2. উত্তরগুলি
    1. দাদা, আপনার অনুভূতি পেয়ে আনন্দিত হলাম❤
      খুব ভালো থাকবেন

      মুছুন
  3. সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কবিতাটি পড়ে দেখার জন্য❤❤❤

    উত্তরমুছুন