রবিবার, ১ আগস্ট, ২০২১

গৌতম কুমার গুপ্ত-র কবিতা

 

ভালো আছি ভাল থেকো 

 

ভালো আছি বলেই দিনমান পাতা উল্টে পড়েছি

তোমার রূপকাব্য যমক রূপক উৎপ্রেক্ষা

যে সাজেই সেজেছো অলংকারে

নির্নিমেষে দেখেছি আগুন 

 

ভালো আছি বলেই সকাল দেখেছি তোমার

রূপলাগি আকাশে একটি সূর্যওঠা ভোর 

তুমি গেয়ে ওঠো কাকলি সরগম

কৃষ্ণময় বাঁশিটি ডাকে উদাসী হাওয়ার পথে 

 

ভালো আছি বলেই তোমার বিকেল দেখেছি

সূর্যাস্তের পথে তুমি চেয়ে থাকো দিগন্তে

রাঙা আলোয় তুমি দীপ্যমান হলে

অপলকে মেখেছি সেই সূর্যশেষের ছায়া

 

ভালো আছি বলেই সন্ধ্যা দেখেছি তোমার

গোধূলি আলোয় তুমি জেগে আছো

জোনাকিরা শিস দিয়ে চলে যায় গুল্ম অরণ্যে

তোমার রূপকাব্যে জ্বলে ওঠে সাঁঝবাতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন