রবিবার, ১ আগস্ট, ২০২১

বন্ধন পাল-এর কবিতা


দুই দিক

                                           

বাড়িয়েই দিতে পারি হাতের তালু :

 

পুরস্কার নিতে নয়, প্রধানশিক্ষকের সপাং সপাং বেত 

হাত পেতে নেব বলে।

সত্যকে হাত পেতে নেওয়া,ব্যথার সাক্ষ্য নিয়ে 

রক্তস্রোত শিরা-ধমনীর পথ বেয়ে 

পৌঁছে যাবে মস্তিষ্কের কোষে হৃদয়ে;

শিক্ষার সখ্য সত্য বহন করে এনে, বিলিয়েই বন্ধু হয়ে যায়।

 

ঘুরিয়েও নিতে পারি হাতের তালু :

 

ভিক্ষা গ্রাহ্য না করে বর্জনের বিপ্লবী মুদ্রায় 

বেঁচে বেড়াবার জেদশিক্ষা অগ্রাহ্য করে নিজের দিকেই

তাকাবার প্রশস্ত আকাশপ্রতিম অনড়তা

অনমনীয় -যুক্তি থাকে বাসা বেঁধে

 

যেন চাঁদের -পিঠ -পিঠ !

চরিত্রের সাদাকালো আলোছায়া প্রদর্শনী-খেলা;

পদ্মপাতার ওপরে টলমলে জলে মুক্তোর মনীষার

নিশ্চিন্তে শয্যা পেতে থাকা,

নয়ত, জলাশয়ে তরঙ্গবৃত্ত এঁকে অতলে তলিয়ে গিয়ে বৃষ্টিফোঁটার 

ভিন্ন ভিন্ন অনিশ্চিতে প্রাণ সঁপে দেওয়া।

 

যেন মুদ্রার -পিঠ -পিঠ!

এক‌ই উৎপত্তিগত কেন্দ্রবিন্দু থেকে বেরিয়েও 

একজন মান পায় চিহ্নিত মূল্যের পরিমাপে 

অন্যজনের তাবিজে জন্মস্থান-জন্মদিন মুদ্রিত থাকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন