রবিবার, ১ আগস্ট, ২০২১

নীলাদ্রি দেব-এর কবিতা


ক্লাইমেট চেঞ্জ

 গাছের ছায়াগুলো মিশে 

           অস্পষ্ট কোন গাছের আকার 

সমস্ত এক্স, ওয়াই এলোমেলো 

       আলফা, গামার দিকে ছুটে যায় 

সমীকরণ নির্দিষ্ট নিয়তি 

তবু আবহাওয়ার এই বদলে যাওয়া 

           থুনবার্গএর চোখে দেখতে পারিনি 

নয়তো অন্ধকারে আলকাতরা ছুড়ে দিই

সামিটে পতাকার রং ক্ষয়ে যাচ্ছে 

একটা পেরেক উলম্ব নেমে আসছে 

                       কুয়াশার মাঝ-বুক থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন