ক্লাইমেট চেঞ্জ
গাছের ছায়াগুলো মিশে
অস্পষ্ট কোন গাছের আকার
সমস্ত এক্স, ওয়াই এলোমেলো
আলফা, গামার দিকে ছুটে যায়
সমীকরণ নির্দিষ্ট ও নিয়তি
তবু আবহাওয়ার এই বদলে যাওয়া
থুনবার্গএর চোখে দেখতে পারিনি
নয়তো অন্ধকারে আলকাতরা ছুড়ে দিই!
সামিটে পতাকার রং ক্ষয়ে যাচ্ছে
একটা পেরেক উলম্ব নেমে আসছে
কুয়াশার মাঝ-বুক থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন