বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ইউসুফ মোল্লা-র কবিতা


নবান্ন

একটা ধানগাছ নুইয়ে গিয়েছে

                     তার পরিপক্কতা নিয়ে

একটা কৃষকও নুইয়ে গিয়েছে

                অভাব আর বেদনা নিয়ে

ধানগাছটা কৃষকের কাছে মাথা নত করে

আর কৃষকটা ক্ষমতাশীল মহাজনের কাছে

ধানের অধিকার শুধু ওই মহাজনের

সার-বিষ-জমি দেওয়া আছে দাদনে

মাঝে শুধু বেগার খাটে অভাবী কৃষকে

 

বাড়িতে আরো চারটে পেট ভুখা থেকে গেছে

মহাজনের নবান্ন উৎসবে

ফেলে দেওয়া বাসি ভাত কৃষকের ঘরে আসে

1 টি মন্তব্য: