বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

গৌতম চট্টোপাধ্যায়-এর কবিতা


প্রদোষ কাল 

মেঘ'টাও জমে জমে হয়েছে পাথর,

বৃষ্টিও ফিরেছে কাঁচে ঠক্ ঠক্ করে

সব " আরাব" একা শুয়ে আরবাতুনে

রোদটাও ঝিমিয়ে গেছে তপ্ত দুপুরে। 

 

শাপগ্রস্ত রাখাল বাজায় না  বাঁশি

ভাগ্যের পিছে পিছে ধাওয়া করে মরে,

কি আছে প্রদোষ ব্রতে! বিশ্বাস নেই,

গাভী'টাও বাঁধা নেই, খড়কুটো পড়ে।

 

শব্দরা ভেসে গেছে চিতার ছাইয়ের মতো,

নিঃশব্দ আজও কত কিছু বলে যায়,

জমা মেঘ পাথর ফুঁড়ে গুমরিয়ে কাঁদে

একা গাভী,কার তরে! প্রদোষ কালে চিহ্ন রেখে যায়।

1 টি মন্তব্য: