বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

রুবাইয়া জুঁই-এর কবিতা


প্রার্থনা 

হারানো মানুষ ফিরে পেতে 

 

গাছের গায়ে পাথর ঝোলায় পাগল তরুণী 

 

যত্নে তুলে রাখে শিশিরের রাস্তা।হয়তো এই পথেই ফিরবে খাঁচা খুলে উড়েছে যে পাখি। 

 

ভুল স্বপ্নে বুক বেঁধে জেগেছে শবেবরাতের রাত্রি 

 

পরিবর্তন কখনও আসে না, ওসব শুধু মনের ভ্রম

 

রোদ ছড়ালেই মুছে যায় শিশিরের রাস্তা

পাথরে কেউ ফেরে না

 বাড়ায় শুধু গাছের বোঝা...

1 টি মন্তব্য: