ঘুম
এই মাটি, এই দেশ, এই সংকটকাল
এসব কি অস্বীকার করা যায়!
পিঠের উপর ভেঙে পড়ছে দেয়াল
যাবতীয় অক্ষর ডুবে যাচ্ছে
মিহি বালুর ওপর মধু নেমে আসছে... ধীরে
সরষে ফুলের
খানিকটা তেতো
জমিয়ে রাখছে সময়
ওতে মিশিয়ে দিচ্ছে বাতিল ঘুমের ওষুধ
রক্তের ভেতর যে দেশ, গিলে নিচ্ছে বিষাক্ত নীল
মৌমাছিরা উড়ে যায়, অপরাধবোধ
শাসকের পকেটে টুকরো মোম
উত্তাপে গলে যাচ্ছে বোধিগাছের ছাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন