তুমি তো ইতিহাস
(উৎসর্গ: কবি শঙ্খ ঘোষ)
তুমি বনস্পতি হয়ে দাঁড়িয়ে রইলে,
আর তোমার ছায়ায় আমরা আশ্রয় পেলাম।
তুমি শুধু বাবরের জন্য এ প্রার্থনা করলে না--
প্রত্যেক পিতার পক্ষে সন্তানের জন্য
তোমার এ প্রার্থনা!!!
তোমার বয়স তো একটা সংখ্যা মাত্র
তুমি চিরঞ্জীব।
আজ দেখি প্রত্যেক লেখক তাদের বিজ্ঞাপন দেয়,
তোমার বিজ্ঞাপন লাগে না।
কারণ তুমি জানো বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়।
সব বিজ্ঞাপনের তীব্রতা কেড়ে নেয়
সময়; আর এক নতুন বিজ্ঞাপন,
কিন্তু তোমার বিজ্ঞাপন হয় না।
তুমি তো ইতিহাস হয়ে গেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন