শনিবার, ১ অক্টোবর, ২০২২

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

ঊষর সময় আসে

 

আমি নিরাশার তীক্ষ্ণ হতাশায়

আজ যদি হই ধ্বংসপ্রায়

তোমাদের অভিপ্রায় যেমন, তাই কি

কোনো এক অবাধ্য, নিরুদ্ধ 

বিচারহীন নদীর প্রগলভ স্রোত

আমাদের মৃত্যুকূপ হয়ে

শেষ দেখা দিয়েছিল

যখন পূর্ণিমা রাত নেভেনি কখনো

 

আমি বিষমূখী যদি হই দ্রুত

জানি কেউ আসবে না কাছে

(নরনারী শ্বাপদ উড়গ)

তবু শুনি ফিসফাস কারো

টের পাই অবাস্তব উপস্থিতি

 

ইহারা আমার আজ অতিবন্ধুপ্রিয়

আমিও সমর্পিত, জন্মমৃত্যু অসহ

সারাদেহ খাক হয়ে গেলে

অনুর্বর খুলিটা তুমি- নিও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন