চিঠি
কখনো কখনো খাম খুলে কিছুই
পাওয়া যায় না,
না কোন চিঠি, না একটি শব্দ
না কোন সম্পর্ক!
না ভোর, না দীর্ঘ সন্ধ্যা
দিনভর লুকোনো বেদনার মতো
উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়... অথচ
কখনও কখনও একটি ছোট্ট শব্দও
আগুন ধরিয়ে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন