জানালায় ফোঁটা ফোঁটা বৃষ্টি
১.
বৃষ্টি এলে দূরত্ব বোঝা যায়
জানালায় এলোচুল
আয়নায় আকাশ দেখা যায়
২.
মেঘ সব সময় ছায়াঘন
যত সুখ আছে চাপা দেওয়া
দুঃখ মুখ তুলে উঁকি মেরে দেখে
জানালায় আলো ঢোকে
৩.
সুখ
চাপা দেওয়া বরফের চাঁই
দুঃখ
ডেকে আনে রোদ
জানালায় মুখ দেখতে পাই
8.
জানালায় কত কাল এপার ওপার
দেখা যায়
আঁধারে নক্ষত্র জ্বলে
ভেতরে হৃদয়
৫.
জানালা মানে
জ্যোৎস্নায় কিছু কথা
জানালা মানে
রোদে ফুটে ওঠে ব্যথা
৬.
কতদিন বন্ধ রাখবে
এবার জানালা খোল
বাতাস আসুক
৭.
জানালায় ঐ দূরে
যে গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে
তার কাছে গিয়ে জানতে ইচ্ছে করে
আমি কি রবিঠাকুরের মতো হতে পারি না
৮.
তেলের শিশি ভাঙবো বলে
আজও ভাঙিনি
আমি জানি প্রতিদিন জানালায়
অভিমানিনী
great
উত্তরমুছুন