কলঙ্ক
প্রকাশ্যে না ডাকলেও
অরব কলঙ্ক এগিয়ে আসে দ্বিধাহীন
কুশল জানতে চায় এক প্রেমে পড়া প্রেতাত্মার
অনাঘ্রাত নয় জেনেও
তার অন্তরের আলোয় স্নাত প্রেতাত্মা
জীবন ফিরে পায়।
কলঙ্ক এক "শ্যাম বনানী সরসতা"
মৃত্যুকে ডুবিয়ে দিয়ে জীবনকে
তুলে আনতে পারে অবলীলায়।
জীবন ভিক্ষা পেয়ে মৃত অতীত কলঙ্ককে বলে,
তুমি আমার মুক্তিস্নানের গঙ্গোত্রী
অবিরল বয়ে যাওয়া দেখতে চাইলে
হামেশা তীরে থেকো দ্বিধাহীন।
আমার মতো তুমিও পাবে মহানীলের ছোঁয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন