পরিবার
চারদিকে চারটে দেওয়াল
ঠিক মাঝ বরাবর অনেকগুলো সম্পর্ক
যেন ছাদের ভিতরে মহাকাশ, মহাকাশের ভিতরে
নিজের নিজের বৃত্ত বানিয়ে ঘুরছি আমরা
মাঝে মধ্যে চেয়ার টেবিলগুলো হাঁটে
অতিথিরা আসে, আনন্দ বিক্রি করে
আবার যে যার মতো চলে যায়
আমি তাদের হাত ধরে যত্ন শিখতে শিখতে
মহাকালের কাছে অসুখ বিক্রি করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন