জীবনমন্ত্র
মেঘ ফুরিয়ে গেলে জল নিঃশেষ হয়
বাতাস ফুরিয়ে আসে।
এ কোন্ গোপনসূত্র জন্মজন্মান্তরে
দাঁড় টেনে টেনে নোঙর খোঁজে?
ওই স্ফটিকের নখ
ক্রমশ উজ্জ্বল হলে গেঁথে নেয় শিকার
বেরিয়ে আসে শ্রমণকথা,
যুথমগ্ন, ধূসর ফসিলের গান,
এখানে কোনো জীবনমন্ত্র নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন