শনিবার, ১ অক্টোবর, ২০২২

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

বারের খেলা

হঠাৎ নেলকাটারের বদলে তরমুজ কাটার ছুরিটি
শূন্যে ছুঁড়ে দি
ঘুরতে ঘুরতে নেমে আসে, আলোয় চকমক করতে করতে

বৈকালিক চায়ের টেবিল জুড়ে তখন স্তব্ধতা
মা মেয়ের কান ঘেঁষে বেরিয়ে যায়
আমি নিজেও আতংকিত তবু নিজেকে খুব স্মার্ট গাই
প্রমাণ করার উদ্দেশ্যে বলি 
এই সেই বারের খেলা
অলিম্পিক সার্কাসে ,আমাদের সময়...
মেয়ে ভয় কাটিয়ে উল্লসিত হয় ,হাততালি দিয়ে ওঠে
মেয়ের মা কিন্তু বোঝে নিষিদ্ধ পিপাসা একেই বলে

আমি বিষন্ন উটের মতোই মেয়ের কানে কানে
ফিসফিস করে বলি
অর্জুনকে প্রথম অস্ত্র চালনার শিক্ষা গুরু
দ্রোণাচার্য ঠিক এভাবেই দিয়েছিলো ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন