এ জাগরণ মিথ্যে হবে না
কেননা সমুদ্র আসে
এখানে আকাশ আসে
অস্থির অথচ মৌন
শব্দ ও শব্দবন্ধ
ক্রমশ জানান দেয়
তোমাদের হৃদপিন্ড যখন ঝাপসা হয়ে আসে
আমি তো প্রলাপ বকি
বিলুপ্ত চেতনা থেকে
চেনা চিন্তা হারিয়েছি কবে
স্বজনরা দূরে গেছে দূরে বহুদূরে
একাকী নিঃসঙ্গ আছি
কেন জানি ফূর্তি আসে খুব
সমগ্র পৃথিবী দেখো
আনন্দের বিকেল বেলায়
তোমার উঠোনে আসে
রং আভা ছড়িয়ে দিয়ে
মুক্তির আশ্বাস পড়ে থাকে এখানে সেখানে
কুড়িয়ে নিয়েছে যারা, তারা আজ
আরামে নিদ্রাগত আমাদের সতীর্থ হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন