তুমি রণমুগ্ধ, ব্যসন বিলাসি
তার সাথে চতুরচামারি
তার সাথে কাব্যকল্পে হৃদয়ের খোলা পন্থে এসে
প্রতারণা করো দীর্ঘদিন
কারা আসে বৃষ্টিগন্ধি আকাশ পেরিয়ে
বাতাসের ফিসফিসে গালগল্প নিয়ে
অথবা রাতের শেষে
কোনো এক সময়ের শেষ চিহ্ন দেখে
তোমার পড়ন্ত শ্বাস দু'মুহুর্ত বাকি
আমি সমুদ্র পেরিয়ে যাই
নদী নালা খালের মহিমা
কবেকার অবধূত সরীসৃপ এসে
ছুঁয়ে গেছে মস্তিষ্কের বিপন্ন বেদনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন