মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কুন্তল দাশগুপ্ত-র কবিতা

পঁচিশের গান

ছুটির অসুখ ঘুণ ধরাল মনে
আমার এঘর বারণ দিয়ে ঠাসা
এবং আমার নির্ঘুম নির্জনে
গল্প জমায় চূড়ান্ত হতাশা।

হয়তো এখন আকাশ অধিক নীল
বাতাস-বিষের মাত্রা গিয়েছে কমে
সবুজ হয়েছে আরও গাঢ় অনাবিল
মেরুর বরফ আবার উঠেছে জমে।

সবার জন্যে নয় এই বৈভব
মানুষ এখন বদ্ধ ভয়ের কূপে
বৈশাখ তবু এসেছে নিয়ম মেনে
কে জন্মায় এ বৈশাখে নবরূপে!

ছেঁড়া চটিদের টিউশনি আজ নেই
ঘরে ঘরে আজ আগল পড়েছে দোরে
তবুও বাজছে শঙ্খের মহাধ্বনি
প্রতিটি প্রাণেই আজ বোশেখের ভোরে।

বৈশাখ আসে চৈত্রের অবসানে
ভয় ভাঙানোর গান বেঁধে দিতে সুরে।
বৈশাখ আসে আলো জ্বেলে দিতে রোজ
আঁধার ভরানো প্রতিটি অন্তপুরে।

সেই বোশেখের মহা পঁচিশের সুর
পলে অনুপলে হয়ে থাক ভরপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন