এ এক গভীর আঁধার
রক্তাক্ত ক্লেদাক্ত প্রেমের ছায়া আঁধারে বিষণ্ণ কেমন!
পৃথিবীর আলোর কার্পণ্যে অনন্ত বাঁচার তৃষ্ণা বুকে কিশোরী হাঁটছে দুর্নিবার!
আঠারো-ঊনিশের ধূপ-ধুনো মাখা চোখে ভরা দুরন্ত যৌবন।
দু চোখে স্বপ্ন ছিল --
প্রস্ফুটিত শতদল! আহা!
রুগ্ন চৈতন্য ভারে কামের তুফানে উন্মত্ত মুখোশের নট।
অষ্টাদশীর সুডৌল দেহে ব্যাধের ক্রূরতা কেবল!
প্রতীকের আড়ালে এক অষ্টাদশীর জীবনের ভয়ঙ্কর পরিণতি মনকে রক্তাক্ত করে।
উত্তরমুছুন