জলরঙের পেট থেকে প্রসব হচ্ছে
অবান্তর দৃশ্যগাথার এক অদ্ভুতুড়ে দিনকাল
কয়েকপা এগুলে রাষ্ট্রের ভাষায় কিচিরমিচির
ফিল্ম ফেস্টিভাল জুড়ে
কবিসম্মেলন গুলোতে
জাতীয় কবি হওয়ার পিচ্ছিল দৌড় দেখছে
রেশনের ডিউ স্লিপ হাতে পলেতারিয়েত
দুর! বলে যে ছেলেটি ভেবেছিল
কবিতা লিখে মহৎ কাজ করা যায়
তাকে ডেকে নিয়ে গেছে পড়শী নদী
এখন রেডিকেল বিপ্লবী মেঘেদের
গা থেকে ঝরে পড়ছে শান্তি রঙের বৃষ্টি
দূর সঙ্গমের গায়ে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন