মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সৌম্য ঘোষ-এর কবিতা

ভেসে যায় সব সনাতনী প্রথা


একটা অপলক নির্ঘুম চোখ চেয়ে থাকে সারারাত

বিষাদের ছায়া হাঁটে নীরবের দিকে 

জোনাকির বনে পাতাঝরা ভাষা

বিরামহীন আদিম ক্ষতগুলি মনে করায়।

জানালা দিয়ে অন্ধকার আসে চাদর মুড়িয়ে

কখনো বৃষ্টি এলে ঘাস গজিয়ে ওঠে আমার বিছানায়

মেঘ থেকে নেমে আসে শোকের পরিজনরা

বাতাস বুঝতে পারে, কুয়াশার মধ্যেও একটা সুরঙ্গ আছে

দিগন্তের প্রত্যাশায় ঘরের খিল উন্মুক্ত রাখি 

সূর্যাস্তের আভা পড়ে মহানিমের বনে

বাউলের আরশি নিকেতনে

ভেসে যায় সব সনাতনী প্রথা।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন