অপেক্ষা
সমস্ত ব্যারিকেড ভেঙে ব্যস্ত দিন
ছুটে চলে দিনযাপনের অস্থির ইঙ্গিতে
মোবাইল আর ইন্টারনেটের দৌরাত্মে
ক্রমশ বাড়ে টিন-এজ বয়স।
দিনান্তে পেরেক ঠোকে বার্ধক্যের উঠোনে
যে বিনম্র সকালের পাশে লেখা হবে
'সুন্দর' দিনটির কথা
আমি সেই কাঙ্ক্ষিত দিনটির অপেক্ষায় রইলাম
দারুন লাগল।
উত্তরমুছুন