শব্দহীন শব্দমিছিল
শীতাতপ নিয়ন্ত্রিত সুদৃশ্য কেবিন | | টি টেবিলে দুখানা কফি কাপ | | ভরতি | | গরম কফি | | দুটো চেয়ার | | আপাত শূণ্য | | একজোড়া মানুষমানুষী হয়তো এখনই আসবে | | দুখানা কফি কাপ | | কফি | | এখনও গরম,
{
একটা বিচ্ছিন্ন দ্বীপ | | নির্জন | |এখানে পাখিরাও স্তব্ধ | | গাছের পাতায় বাতাসেরও কোনও শব্দ নেই,
{
রাজপথে গতিশীল জনস্রোত | | কাছেই কোথাও একটা পথদুর্ঘটনা হল | | সাইরেন বাজিয়ে ছুটে গেল এ্যাম্বুলেন্স | | অকারণ হর্ন বাজিয়ে ছুটে চলেছে বাস | | হুইশল্ বাজিয়ে স্টেশন ছেড়ে দিল শেষ বনগাঁ লোকাল | | বাসযাত্রী | | রেলযাত্রী | | সবাই অত্যন্ত মুখর | | কিন্তু নির্বিকার | | অথচ যেন পৃথিবীর যাবতীয় নীরবতা এখানে,
{
এই অভিজাত রেস্টুরেন্টের গভীরতম স্বপ্নের আলোর ভিতরে | | টি টেবিলে দু কাপ কফি | | হয়তো কোনও এক প্রাগৈতিহাসিক সন্ধ্যায় গরম ছিল | | হয়তো সেই সন্ধ্যায় দুজন মানুষমানুষী,
{
সুমেরুর সবটুকু হিম জড়ো হয়েছে এখানে | | নির্বাক গুমোট হাওয়ারা ঝুলে আছে সুদৃশ্য কেবিনটির কঠিন দেওয়ালে দেওয়ালে | | নিষ্প্রাণ,
{
মাঝেমধ্যে শুধু শিকারীদলের সমস্বর চিৎকার | | হ ল্ ট্ | | হরিণহরিণী দাঁড়ায় না | | দৌড়ায় | | পালায় | | বেঁচে থাকে,
{
দীপান্তরেও,
{
কবিতাটি মনে হয় ভেঙে গেছে, না কী এইরকমই,আমার কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে।
উত্তরমুছুন