শনিবার, ১ মে, ২০২১

দীপ্তি চক্রবর্তী-র কবিতা


 হলুদ বসন্ত

জীবনকে পান সুপারী দিয়ে গুন করলে

আগুন রঙা পলাশের পাখনা মেলে 

অজানায় উড়ে যায় হলুদ বসন্ত

পাহাড়ের গা বেয়ে নামতে থাকে নীলচে মেঘের স্রোত

পাতা ঝরা দিনের শেষে

প্রকৃতির রঙিন হয়ে ওঠার উৎসব

স্বপ্ন রঙা পাখির পালক চেনার লড়াই 

সময়ের ক্যানভাসের হিসেব সময় রাখে

শুধু ইচ্ছেমতো রঙিন হয়ে ওঠা

এক অন্তহীন পদক্ষেপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন