শনিবার, ১ মে, ২০২১

রিয়া চক্রবর্তী-র কবিতা

 

বিসর্জন 

 

রাতে প্রদীপের আলোয়

মৃন্ময়ীর চোখ এঁকে চিন্ময়ী

করেছিল যে পটলচেরা চোখের মেয়েটি -

 

আগমনীর সুর ছুঁয়ে যে 

অন্তঃস্বত্তা প্রতিজ্ঞা করেছিল কন্যাভ্রুণ

আর খুন হতে দেবে না,

 

এরা দুজনেই আজ খবরের শিরোনামে

দুজনের দেহই শহরের দুটো মর্গে রাখা আছে।

 

ডিজিটাল যুগে আগমনীর চেয়ে

 বিসর্জনের আর্তনাদ সুপার হিট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন