অমিত মুগ্ধতা
হঠাৎ কিছু ঘটলে মনে রাখে সবাই
আমি প্রতিদিনের যাপনেই সুখী
কী সব নিষ্ঠা লেগে থাকে যাপনে
এসব যাপনের শেষ পাই না !
ছোট ছোট মুহূর্ত কবিতায় ধরে রাখি
অক্ষরে অক্ষরে মধু ঝরে পড়ে
যেখানে কোন পিঁপড়ে ধরে না
অমিত মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারদিকে।
আমার জীবনে হঠাৎ কিছু ঘটে না
তাই মনে রাখে না কেউ
কিছু অক্ষর কিছু শব্দ
আমাকে বাঁচিয়ে রাখে ।
বাকি জীবনটা প্রতিদিনের যাপনেই থাকি
অমিত মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন