শনিবার, ১ মে, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা



সম্পর্ক  

সম্পর্কের মাঝে ধাতুরূপশব্দরূপ নেই

ক্লীবলিঙ্গ কিছুটা ম্রিয় হলেও এখনও বিস্ফোরক--

--- এই কথা তুমি জেনে রেখোচতুর মানুষ

সীমান্তের পাহাড়ায় মাঝে মাঝে ঢিলে পড়ে

সে কারণে ঢূকে আসে ওপারের গরু ছাগল

#

আমাদের ড্যানিশ গির্জায় ঘন্টা বেজে উঠলে

সামনের ত্রিকোণ-ভূমিতে শুরু হয় বেলুন উৎসব...

'আতরদান হাতে সেখানে দাঁড়াতে হলে

নিজেকে মোচন করা জরুরী ভীষণ'-- এই নির্দেশিকা

সারাটা শহর জুড়ে ছেয়ে গেছে আজ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন