শনিবার, ১ মে, ২০২১

দুর্গাদাস মিদ্যা-র কবিতা


 শূন্যতা

যাবতীয় শূন্যতা পুরনের কথা

        বলেছিলে তুমি। অধীর আগ্রহে

        আমিও মনোভূমি রচনা করে 

        রেখেছিলাম। 

        বিগত সেই সব দিন  এতটাই 

       বিষণ্ণ এবং মলিন যেন নভিশ

       নাবিকের হাতে ভেসে যাওয়া জলজ দিন। 

 

       আহত সময় স্থির দাঁড়িয়ে থাকে হতাশায়। 

        চাওয়া পাওয়ার যাবতীয় অপারগতা

        অপ্রাপ্তির যন্ত্রনায় হাত বাড়ায় দিনের পর           

দিন, শূন্য থালা শূন্য থেকে যায় বিপন্ন     

        বেলায়। মেটে না ঋণ বিধস্ত জীবনের।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন