শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মারুফ আহমেদ নয়ন-এর কবিতা


স্বপ্নের ভেতর রাজহাঁস

তোমাকে বর্ণনা করতে পারেনি আমার কবিতা। তুমি সৌন্দর্যের দেবীআমার অন্ধত্ব দূর করো।তোমাকে ভালবাসার শর্তে দু-কাঁধে পাহাড় বহন করছি।সন্দেহ পোষণ করো নাশরীরের কোষে কোষে ছড়িয়ে পড়েছে মরণ ব্যাধি।দাঁড়িয়ে রয়েছিমনে হচ্ছে ঘুমিয়ে ছিলাম গুহায়তুমি কি পাঠিয়েছিলে ঝুড়ি ভরা ফলমূলকৃতজ্ঞতা জেনো।

 

আমার সমস্ত শব্দ জুড়ে তুমি।যেনো হন্তারকের স্মৃতির ভেতরে হেঁটে বেড়াচ্ছে একটা রাজহংসীএইসব গানের পাশে সন্ধ্যা নেমে এলে তোমার শরীরের সমান দূরত্বে পাখিদের বিরহ সংগীত  ছিলাম মেষের রাখালকেনো পড়ালে স্বর্ণের মুকুট।

 

এখন ভূতগ্রস্ত হয়ে পড়েছি। পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা করতে ইচ্ছে হয়।ধুতুরার বীজ  ফুলে কেনো তোমাকে চাই। গাছের ছাল-বাকল  পশু চামড়ায় লিখে রাখিআমার মৃত্যুর জন্যে একমাত্র তুমি দায়ীপ্রিয় বিষের খঞ্জর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন