ছন্দপতন
হারিয়ে যায় কখনো সুর তাল লয় হঠাৎই
সরে যায় জীবন থেকে চেনা মানুষ চেনা প্রকৃতি
ঘটে অঘটন অঘটন না চাইতেই
দূরত্ব বেড়ে ওঠে শুধু করুণ ব্যবধানের
এতদিন যে ছিল কাছের মানুষ হয়ে নিকটতম
কখন সে হয়ে ওঠে দূরের বহু দূরের জন
ছন্দপতনেরই ছবি দেখি বেদনার ভয়াবহ
কষ্ট হয় তবু মেনে নিই প্রকৃতির খেয়াল
সহ্য করি সে বিচ্ছেদ অলঙ্ঘনীয় নিটোল
জানি আমরা আমাদের ক্ষমতার পরিসীমা
অসহায় করি সমর্পন ব্যর্থতা করি স্বীকার
জানি আমাদের দক্ষতা কতটুকু সাফল্য পাই
ছন্দপতন তাই অনিবার্য নিয়তি পরিণতি
সে আসে আসবেই দেখা দেবেই পৃথিবী জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন