(নজরুল প্রয়াণ স্মরণে)
কতটা নীল এক হলে তাকে বেদনা বলেআকাশকে তা বলার সাহস আমার ছিলো নাশুধু বললো একটু তাকিয়ো আমার দিকে
আমি তাকালাম, কবিতার মতো তোমার কথারাউজ্জ্বল হলো। ধীরে ধীরে আমি হলাম নিতান্ত-ফিকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন