শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

এস এম তিতুমীর-এর কবিতা


যে আকাশ বেদনায় নীল

(নজরুল প্রয়াণ স্মরণে)

কতটা নীল এক হলে তাকে বেদনা বলে
আকাশকে তা বলার সাহস আমার ছিলো না
শুধু বললো একটু তাকিয়ো আমার দিকে

আমি তাকালামকবিতার মতো তোমার কথারা
উজ্জ্বল হলো। ধীরে ধীরে আমি হলাম নিতান্ত-ফিকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন