বাঁশঝাড় ও পুকুর
অবশেষে রাতও ঝরে যায়
ছেলেবেলায় ফেলে আসা
খেলার বন্দের মাঠের পাশে
বাঁশঝাড়ে ঝুলে থাকা ফুল
স্মৃতির ডালপালা জুড়ে
বেয়ারা বেড়ে চলে আর
জড়ায় বেহায়া আবদারে।
কচুরিপানাসমেত পুকুর
গিলে রাক্ষুসে বাক্সবাড়ি
জানান দেয় নাগরিকতার
হালচাল। আর দিনক্ষয়ের
পাপে পিষ্ট শরীর ও মন
পড়ে থাকে বাঘ ও কুমির
গিলে খাবার অপেক্ষায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন