প্রশ্নের ভিতর কাঁটাতার
আঙুল গলে জল — একটি সরল দৃশ্যের দিকে
ধাবমান চোখ ,
জরায়ুর ভিতরে তার নিদ্রাযাপন
অন্ত্যেষ্টির আগে শেষবারের মতো গাঢ় চুম্বন
প্রশ্নের ভিতর দাঁড়িয়ে এক-একটি কাঁটাতার
সামনে পিছনে শ্বাসরুদ্ধ চিৎকার
অন্ধকার
হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম
বাহুল্যবর্জিত মেঘ , নদীর কিনারে
সারি সারি বক
আকাশে কাটা ঘুড়ি , সুতো ঝুলছে ডালে
যে কোনো মূহুর্তে ফাঁস পড়তে পারে কারো গলায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন