শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

মেথড অ্যাক্টিং

ছায়ার আঙুল

ভাঁজ করতে করতে

এক

দিন আসে

আর সে একটা ভাষা হয়ে

ফ্রেম করবে

ক্ষতবিক্ষত এই পাথুরে কম্যুনিকেশন

নির্মিত আলোর প্রতিপাদ্যে

এই মেথড অ্যাক্টিং অর্থে

স্যুটকেসে গোছানো যে শব্দরা

কবিতার

কী যেন একটা শরীরের ঘর খুলে

দীর্ঘ বাক্যের গায়ে রোদ এসে পড়ছে

চুপ নিয়ে

সবটা বুঝতে পারছি না কেন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন