সারিন হাতির মাহুত
নদীতীরে যারা শারদ শ্যামতায় সারিন্দাসুর ডেকে আনে, এবং যারা মাহুতের হৃৎকাঞ্চন-রূপে আচ্ছন্ন হয়, তারা কাশ-তরঙ্গে সাগরের রেখাচিত্র আঁকে। সারিন হাতির শুঁড়ের স্বর্ণচ্ছটায় সাগর-বেদনা প্রতিফলিত হয় বলে সোনার সাতনরি হার নিয়ে মাহুত ফিরে যেতে চায় কলস-শোভিত ঘাটে। সুবর্ণ কণ্ঠহার শুষে নিতে পারে না সমস্ত অশ্রুজল--ট্রেনে যেতে যেতে গৌরীপুরের রাজকুমারী এ প্রত্যয়ের নির্ভুলতা নিয়ে ভাবতে থাকেন; বালুটিলটিল পক্ষীর ক্রন্দনের ভেতর দ্রুত অদৃশ্য হতে থাকে বিস্তীর্ণ মাঠের অস্তিত্ব।
১৬.০৯.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন